কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ
প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১:১৯:৩৪
কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে কালিয়াজুড়ি খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) এবং তার মা তাহমিনা আক্তার (৫০)।
পুলিশ জানায়, গত রাত ১টার দিকে সুমাইয়ার বড় ভাই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা জানান, প্রায় চার বছর আগে কুমিল্লা আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম বাড়িটি ভাড়া নেন। তার মৃত্যুর পর স্ত্রী তাহমিনা, মেয়ে সুমাইয়া ও দুই ছেলে ওই বাসায় থাকছিলেন। ঘটনার রাতে দুই ছেলে ঢাকা থেকে বাসায় এসে দরজা খোলা পায়। তারা ঘরে ঢুকে মা ও বোনের কোনও সাড়া না পেয়ে ৯৯৯-এ কল দেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে সিসি ক্যামেরার ফুটেজ ও আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।”