বকেয়া বেতন-ভাতার দাবিতে কুড়িলে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশনসের শত শত শ্রমিক।
প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৯:০১
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রায় ৫০০ শ্রমিক কুড়িল এলাকায় হঠাৎ সড়ক অবরোধ করেন। তাদের দাবি দ্রুত বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করতে হবে। এতে উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
গুলশান ট্রাফিক বিভাগ জানায়, বিকল্প রুট ব্যবহার করার জন্য নগরবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।