পারিবারিক কলহের জেরে রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে জানা যাবে প্রকৃত কারণ
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪:৪২
কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকায় মা–মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে শিল্পী আক্তার (৪০)।
স্থানীয়রা জানান, লুৎফা বেগম ও শিল্পী আক্তারের সঙ্গে ছেলে শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারের পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। শনিবারও তাদের মধ্যে ঝগড়া হয়। রবিবার দুপুরে লুৎফা বেগম ও শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় নিহতের ছেলে শাহীন ও তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।