অস্ত্র, বিস্ফোরক ও মাদক আইনে মামলা, সাতদিন রিমান্ড আবেদন প্রস্তুত
 
                            প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ৭:২৯:৫৪
শনিবার রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টার থেকে যৌথবাহিনী মুনতাসির আলম অনিন্দ্য ও তার দুই সহযোগী মো. রবিন ও মো. ফয়সালকে আটক করে। বিকেলে তাদের নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয় এবং বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
রাতেই বোয়ালিয়া থানার পুলিশের এসআই রেজাউল করিম বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানিয়েছেন, গ্রেপ্তার প্রত্যেকের সাতদিনের রিমান্ড আবেদন আদালতে প্রেরণ করা হবে।
মুনতাসির আলম অনিন্দ্যর বাবা শফিউল আলম লাটকু রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। অনিন্দ্য ঢাকার হলি আর্টিজান হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ছিলেন। তিনি ২০১৬ সালে গ্রেপ্তার হয়ে এক বছর কারাবন্দী ছিলেন।