জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখে আজ রোববার রাজধানীর শাহবাগে সমাবেশ করছে
প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ১:০১:০৪
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখে আজ রোববার রাজধানীর শাহবাগে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এই সমাবেশকে ‘লড়াইয়ের প্রতীক’ হিসেবে দেখছেন সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৩ আগস্ট) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে দলে দলে সমাবেশস্থলে ছুটে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পশ্চিমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। এছাড়া টিএসসি সংলগ্ন এলাকাতেও জড়ো হয়েছেন বিভিন্ন কলেজ শাখার নেতাকর্মীরা।
সমাবেশের মূল মঞ্চ প্রস্তুতিসহ সাউন্ড সিস্টেম স্থাপন চলাকালে আশেপাশে নেতাকর্মীদের উপস্থিতি বেশ লক্ষ্যণীয় ছিল। অনেকেই হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন শাহবাগ মোড়ের চারপাশে।
ছাত্রদলের নেতারা জানান, আজকের সমাবেশ থেকে একটি রাজনৈতিক রোডম্যাপ ঘোষণা করা হবে। এ প্রসঙ্গে কবি নজরুল কলেজ ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হাসান বলেন, ‘আজকের সমাবেশের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সম্প্রীতির বার্তা দিচ্ছি। এনসিপিকে আমরা আমাদের পূর্বনির্ধারিত স্থান ছেড়ে দিয়ে সেই বার্তা দিয়েছি। ভবিষ্যতে গণতন্ত্র রক্ষায় আমাদের অবস্থান আরও স্পষ্ট হবে।’
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরবাসীর দুর্ভোগের জন্য আগেই দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
এর আগে আজকের সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে। বিকল্প পথে চলাচলের আহ্বান জানানো হয়েছে নগরবাসীর প্রতি।