সরকারি দমননীতি ও জনঅসন্তোষ নিয়ে কড়া ভাষায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করলেন রাজনৈতিক বিশ্লেষক নাহিদ ইসলাম।
প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ১০:৩৭:৫৭
‘শেখ হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ কমবে না’-এমনই কঠোর ভাষায় রাজনৈতিক বার্তা দিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আশুলিয়ায় এক পথসভায় এ মন্তব্য করেন। বলেন, “বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমা করবে না, আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগকেও নয়।” একই সভায় ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণারও ঘোষণা দেন তিনি। এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাত ১০টার দিকে বাইপাইল মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, “সাভার-আশুলিয়া, গাজীপুর, যাত্রাবাড়ী এই অঞ্চলগুলোই ছিল গণ-অভ্যুত্থানের হটস্পট। এখানকার মানুষ প্রতিবাদ করেছিল বলেই ঢাকার মানুষ রাজপথে সাহস পেয়েছিল। আশুলিয়ায় শহীদ সজলকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। সেই নির্মমতা আমরা ভুলিনি। আর ভুলবো না।” তিনি বলেন, “ঢাকা জেলার পাঁচটি উপজেলা সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ দীর্ঘদিন বৈষম্যের শিকার। অথচ এখানেই শ্রমিকদের বিপুল অংশ আছে, শিল্পায়নের সম্ভাবনা আছে। আমরা এই জেলা চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
নাহিদ আরও অভিযোগ করেন, “৩০ দিনের পদযাত্রায় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, বাধা দেওয়া হয়েছে, হামলা হয়েছে। কিন্তু আমরা থামিনি। এই জনস্রোত থামানো যায়নি, থামানো যাবে না। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে এনসিপির জনস্রোত unstoppable হবে।”
এ সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, ঢাকা জেলার প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ এবং কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের আরও অনেকে। ডা. তাসনিম জারা তার বক্তব্যে বলেন, “আমরা আর প্রতিহিংসার রাজনীতিতে ফিরবো না। আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, তবে সেটা হবে আলোচনার মাধ্যমে। তরুণরা রাজনীতিতে অংশ নেবে, নারীরা নেতৃত্ব দেবে এই হলো আমাদের রাজনৈতিক দর্শন।”
তিনি আরও বলেন, “প্রবাসীরাও যেন ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। আমরা জনগণের স্বার্থে রাজনীতি করবো, নিজের স্বার্থে নয়। অনেকে বলেন, বাংলাদেশ বদলাবে না। কিন্তু ইতিহাস বলে, মানুষ যখন জাগে, তখন বদল আসে। আমরা সেই জাগরণে নেতৃত্ব দিতে চাই।” পথসভা শেষে বক্তারা জানান, এনসিপি এখন দেশের প্রতিটি জেলায় সংগঠন গড়ে তুলছে। বিশেষত তরুণদের মাঝে তাদের ‘নতুন ধারার রাজনীতি’ জনপ্রিয়তা পাচ্ছে বলেও দাবি করেন তারা।