রায় জালিয়াতি মামলায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডে নেওয়ার আদেশ
প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১:২০:২৫
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালতে তাঁকে হাজির করে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, বিচারপতি খায়রুল হক ২০১১ সালের সংক্ষিপ্ত আদেশকে উপেক্ষা করে বেআইনিভাবে ২০১২ সালে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন, যাতে সংবিধানের ১৩তম সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবসান হয়। এতে সংবিধানের গঠনমূলক পরিবর্তন ঘটে, যা গুরুতর অপরাধ।
আসামি খায়রুল হককে পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংবিধান সংশোধনী বাতিলের পেছনে কারা জড়িত ছিলেন, তাদের শনাক্ত করা এবং মামলার মূল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে তদন্তকারী সংস্থা দাবি করেছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন খায়রুল হক। পরে তাঁকে একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়। এর আগে ২০২৪ সালের আগস্টে আইনজীবী মুজাহিদুল ইসলাম তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় রায় জালিয়াতির মামলা দায়ের করেন।