নীরব কৌশলে রাজনৈতিক বার্তা? ভোররাতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন নতুন নেতৃত্বের
প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ১১:৩৩:৫৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে দলের কেন্দ্রীয় কর্মসূচি। এর আগের রাতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ টাঙ্গাইলে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে। সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল ভাসানীর মাজারে জিয়ারত করেন। পরে তারা সার্কিট হাউজে রাতযাপন করেন।
নাহিদ ইসলাম বলেন, “মওলানা ভাসানী ছিলেন পিন্ডি ও দিল্লির আধিপত্যবিরোধী সংগ্রামের প্রতীক। তিনি গণঅভ্যুত্থান, শ্রমজীবী মানুষের অধিকার ও কৃষক রাজনীতির পুরোধা। আমরা তার আদর্শের পথেই একটি বৈষম্যহীন, ন্যায্য রাষ্ট্রব্যবস্থা গড়তে এনসিপি প্রতিষ্ঠা করেছি। জুলাই অভ্যুত্থানের চেতনায় ভাসানীর রাজনীতি আমাদের অনুপ্রেরণা।”
পদযাত্রা ও পথসভা আজ সকাল ১০টায়
জেলা এনসিপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল শহরের শামসুল হক তোরণ থেকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই পদযাত্রা’ শুরু হবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিরালামোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভা অনুষ্ঠিত হবে।
সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা। এর মধ্যে থাকবেন নাহিদ ইসলাম ছাড়াও দলের যুগ্ম সদস্যসচিব, যুবশক্তি, ওয়ার্কার্স ফোরামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা এনসিপি জানিয়েছে, কর্মসূচিকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা রাতেই মাজার জিয়ারত শেষে সার্কিট হাউজে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে একযোগে পরদিনের আয়োজন নিশ্চিত করেছেন।