৩ আগস্টের কর্মসূচিকে ঘিরে সমাবেশস্থল নিয়ে দ্বন্দ্ব, আলোচনায় সমাধানের চেষ্টা
প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ১১:৩২:৩০
ঢাকার জাতীয় শহীদ মিনারে আগামী ৩ আগস্ট সমাবেশ করতে চায় ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছাত্রদলের দাবি, তারা আগেই এই স্থানে সমাবেশের জন্য অনুমতি নিয়েছে এবং প্রস্তুতিও শেষ পর্যায়ে। অন্যদিকে, এনসিপিও একই দিনে একই স্থানে সমাবেশ করতে চাওয়ায় স্থানের ব্যবহার নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
সোমবার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “জুন মাসেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে শহীদ মিনারে সমাবেশের অনুমতি পেয়েছি। এরপর এনসিপি আমাদের সঙ্গে যোগাযোগ করে একই জায়গায় সমাবেশের আবেদন জানায়।” তিনি আরও বলেন, “আমরা জনদুর্ভোগ না চাওয়ায় শহীদ মিনারকেই ভেন্যু হিসেবে বেছে নিয়েছি। তবে এনসিপির বারবার অনুরোধের কারণে বিষয়টি বিবেচনায় নিচ্ছি।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “১ জুলাই থেকে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্টের সমাবেশের সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন যদি অন্য কোনো দল একই জায়গায় সমাবেশের চেষ্টা করে, তা হলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ বলেন, “ছাত্রদল ২২ জুন অনুমতি পেলেও একই সময় ও স্থানে দুই পক্ষকে অনুমতি দেওয়া সম্ভব নয়। আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।”
সিদ্ধান্ত আজ রাতে
ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, আজ রাতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে এনসিপির অনুরোধ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত শহীদ মিনারে সমাবেশ করার পরিকল্পনাই বহাল আছে।