জেলা শহরে শক্তি প্রদর্শনে মিছিল ও পথসভা, দলীয় নেতারা বলছেন এটা আন্দোলনের টার্নিং পয়েন্ট
প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ১২:৩১:৩৬
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের পর আজ (বুধবার) থেকে আবারও মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে চাঁদপুর বাসস্ট্যান্ডে আজ বেলা ১১টায় অনুষ্ঠিত হচ্ছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। পদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদপুরজুড়ে নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।
চাঁদপুরে শীর্ষ নেতাদের উপস্থিতি
চাঁদপুরের পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। এরইমধ্যে গতকাল (মঙ্গলবার) রাতে দলটির অনেক শীর্ষ নেতা চাঁদপুরে পৌঁছেছেন এবং সার্কিট হাউজে অবস্থান করছেন।
পদযাত্রার কর্মসূচি ও বার্তা
মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পদযাত্রার বিস্তারিত তুলে ধরেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম।
তিনি বলেন,
"রাষ্ট্রীয় শোক পালন শেষে আবারও আমরা পথে নামছি। চাঁদপুরের পদযাত্রা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি চাঁদপুরবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে।"
তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৯টায় সার্কিট হাউজে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বেলা ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা, দুপুর ১টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন এবং বিকেলে দোয়াভাঙ্গা থেকে অন্য জেলার উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সংবাদ সম্মেলনের শুরুতেই উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে গভীর শোক ও সমবেদনা জানান মাহাবুব আলম। তিনি জানান, নিহতদের আত্মার মাগফিরাত কামনায় আজ মাগরিবের পর চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতি
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান,
“জুলাই পদযাত্রাকে ঘিরে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যেন শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি সম্পন্ন হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”