গোপালগঞ্জে সহিংস উত্তেজনার পর স্বস্তির নিশ্বাস ১৪ ঘণ্টা পর কারফিউ আংশিক শিথিল। জরুরি প্রয়োজনেই সীমিত চলাচলের অনুমতি, প্রশাসন বলছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ১১:৪১:৪৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। যদি পরিস্থিতি আরও স্থিতিশীল হয়, তাহলে কারফিউ পুরোপুরি প্রত্যাহার করার বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।
কারফিউ শিথিল থাকায় শনিবার সকাল থেকে গোপালগঞ্জের রাস্তাঘাটে ও বাজারে লোকসমাগম কিছুটা বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজও অধিকাংশ দোকানপাট ও শপিংমল বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে মানুষ বাইরে বের হচ্ছেন। এর মধ্যেও সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ওইদিন পদযাত্রায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। সংঘর্ষে চারজন নিহত হন। এরপর দিনভর সহিংসতার প্রেক্ষিতে রাত ৮টা থেকে প্রথম দফায় কারফিউ জারি করা হয়, যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ ছিল।
পরে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত এবং তিন ঘণ্টা বিরতির পর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন করে কারফিউ জারি করা হয়। শুক্রবার রাতে জেলা প্রশাসন ফের সময়সীমা বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ রাখার সিদ্ধান্ত নেয়।