দল-মতের ঊর্ধ্বে উঠে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম।
প্রকাশিত : ১৩ জুলাই ২০২৫, ১২:০৫:২৯
“চেয়ার নয়, সিস্টেম বদল চাই” বাগেরহাটে হুঁশিয়ারি দিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
আমরা চেয়ারের পরিবর্তন চাই না, চাই সিস্টেমের পরিবর্তন এমন স্পষ্ট বার্তা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “পুরনো বন্দোবস্তে যারা আবার ক্ষমতায় ফিরতে চায়, তাদের সে ইচ্ছা আর পূরণ হবে না। তারা যদি এখনো গণতন্ত্র ও সংস্কারের পথে না আসে, তবে এদেশে তাদের জন্য ক্ষমতার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।” শনিবার (১২ জুলাই) রাতে বাগেরহাট শহরের রেলরোডে এক পথসভায় এসব কথা বলেন তিনি।সভায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, লুটপাট, চাঁদাবাজি ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করে নাহিদ বলেন,
“চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর ভূমিদস্যুদের এই দেশে কোনো ঠাঁই দেওয়া হবে না। এদের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা সবসময় সেই লড়াইয়ে জনগণের পাশে থাকবে।”
“খলিফাতাবাদ থেকে করুণ দশা” সরকারের সমালোচনায় নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম আরও বলেন, “এক সময় বাগেরহাট ছিল বিশ্বের অন্যতম বিখ্যাত খলিফাতাবাদ অঞ্চল, যার ঐতিহ্য ও গৌরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বিগত শাসকদের দুর্নীতি, অব্যবস্থাপনা ও লুটপাটে আজ এই জনপদ উন্নয়নহীন, বঞ্চিত ও প্রান্তিক এক অঞ্চলে পরিণত হয়েছে।”সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন,
“আইয়ামে জাহেলিয়াতের মতো বর্বরতা ফিরিয়ে আনার জন্য ‘জুলাই অভ্যুত্থান’ হয়নি। আবরার ফাহাদ, বিশ্বজিৎ কিংবা সম্প্রতি খুন হওয়া সোহাগ এদের হত্যাকারীরা যেমন গণধিকৃত, তেমনি তারা রাষ্ট্রের জন্য হুমকি। আমরা ঘোষণা করছি, এদের জন্য বাংলাদেশে কোনো স্থান হবে না।”
আখতার আরও বলেন, “যারা একতরফা নির্বাচন দিয়ে শেখ হাসিনার মতো সরকার গঠন করতে চায়, তাদের সেই স্বপ্ন আর বাস্তবায়ন হতে দেওয়া হবে না। জনগণ আজ জেগে উঠেছে। একতরফা ক্ষমতার বন্দোবস্ত আর চলবে না।”
রাজপথে এনসিপির শক্তি প্রদর্শন: শহরজুড়ে মিছিল, সমাবেশ, পথসভা
পথসভায় বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, প্রধান সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটোয়ারী, ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনুবা জাবিন, মেসবাহ কামাল, ডা. মনিরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, প্রধান সমন্বয়কারী সৈয়াদ মোরশেদ আনোয়ার, যুগ্ম সমন্বয়কারী মো. শফিউল্লাহ, আবিদ আহমেদ, জেলা সদস্য লাবীব আহমেদ, আল আমিন খান সুমন, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট জান্নাতুল বাকিসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।এর আগে, বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং শহরের ভিআইপি মোড় থেকে হেঁটে বাগেরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলরোডে পথসভায় অংশ নেন। রাত সাড়ে ৯টার দিকে তারা পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন, যেখানে আরও জনসম্পৃক্ত কর্মসূচি ও সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।