ঢাবি, বুয়েট, চট্টগ্রাম, রাজশাহী ও জাবিতে বিক্ষোভ; চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
প্রকাশিত : ১২ জুলাই ২০২৫, ১০:৩৮:৩৫
ঢাকা, ১২ জুলাই
রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও নগর। শুক্রবার রাতেই ঢাবি, বুয়েট, জাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
রাজধানীতে ছাত্রদের বিক্ষোভ:
শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি রোকেয়া হল হয়ে যাত্রী ছাউনির পাশে এসে শেষ হয়। সোহাগ হত্যার বিচার দাবিতে তারা স্লোগান দেন, ‘চাঁদাবাজদের কোন ঠাঁই নাই’, ‘খুনিদের বিচার চাই’। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিচার না হলে কঠোর কর্মসূচি আসবে।”
রাজু ভাস্কর্যে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ:
একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে ইসলামী ছাত্র আন্দোলনও বিক্ষোভ সমাবেশ করে। তাঁরা বলেন, “প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে, দেশে নিরাপত্তা বলতে কিছু নেই।” এ সময় খুনিদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
বুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদ:
সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বুয়েটের শিক্ষার্থীরাও সামনে আসে। তাঁরা অভিযুক্ত মাহিন ও রবিনের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, “একজন মানুষকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
ঢাকার বাইরে প্রতিবাদ ছড়িয়ে পড়ে:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সন্ত্রাস বিরোধী ঐক্য’ ব্যানারে মিছিল বের করেন। একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দলমত নির্বিশেষে শিক্ষার্থীরা অংশ নেন।
তাঁরা বলেন,
যারা দখলদারিত্ব, চাঁদাবাজি ও টেন্ডারবাজি চালাতে চায়, তাদের বিরুদ্ধে জনতা জেগে উঠবে। শহীদ মান্নার মতো আবার রাজপথে নামা হবে।
জেলা পর্যায়েও বিক্ষোভ:
চট্টগ্রাম, পাবনা, খুলনা ও অন্যান্য জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ করেছে। বক্তারা বলেন, “চাঁদাবাজদের আর কোনো রাজনৈতিক ছত্রচ্ছায়ায় জায়গা দেওয়া যাবে না। আওয়ামী লীগের মতো দুর্নীতিগ্রস্ত গোষ্ঠীর পরিণতি যেন তাদের জন্য সতর্কবার্তা হয়।”
হুঁশিয়ারি ও প্রত্যাশা:
বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, “সন্ত্রাসীদের রক্ষা করতে এলে প্রশাসন বা রাজনৈতিক দল কেউ রেহাই পাবে না। জনগণ জবাব দিতে জানে। ব্যবসায়ী সোহাগের হত্যার দ্রুত বিচার না হলে দেশে আরেকটি গণআন্দোলন গড়ে উঠবে।”