বিশেষ জরিপে চমকপ্রদ তথ্য, নীতিনির্ধারকদের সামনে বড় বার্তা
প্রকাশিত : ১৯ জুন ২০২৫, ৩:২৫:০২
সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, কর্মক্ষম প্রতিবন্ধী নাগরিকদের একটি বড় অংশ এখনও কর্মসংস্থানের বাইরে। তবে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়ালে কমপক্ষে তিন ভাগের এক ভাগ কর্মসংস্থান বৃদ্ধি পায়।
সেন্টার ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়,
“বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি ও জীবনদক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ পেলে প্রতিবন্ধীরা নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করেন।”
এই গবেষণাটি দেশের ১২টি জেলার ১,২০০ জন প্রতিবন্ধী নারী-পুরুষের উপর পরিচালিত হয়।
অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের প্রয়োজন:
সমাজকল্যাণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান,
“যথাযথ প্রশিক্ষণ ও নীতিগত সহায়তা ছাড়া কর্মসংস্থান কেবল স্লোগানে আটকে থাকে। এখন সময় বাস্তবায়নের।”
বেসরকারি কিছু সংস্থাও প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান বাড়াতে সফল হয়েছে।
প্রশিক্ষণ পেলে যে সুফল মেলে:
নীতিনির্ধারকদের বার্তা:
বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের জন্য পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রকল্পের বরাদ্দ বাড়ানো জরুরি।
তারা দাবি তুলেছেন