বৃষ্টি ভেজা সকালেও থামেনি ভিড়। কেউ খুঁজছেন মাল্টার চারা, কেউ আবার শৌখিন ড্রাগন ফল!
প্রকাশিত : ০৯ জুলাই ২০২৫, ৩:৪১:৩৮
জাতীয় বৃক্ষমেলায় জমে উঠেছে ফলজ ও বিলুপ্তপ্রায় গাছের চারার বিকিকিনি। বাগানপ্রেমীরা ভিড় করছেন দল বেঁধে, কেউ চারার দাম যাচ্ছেন, কেউ চাষের কৌশল জানতে উৎসুক। শহরের কংক্রিট ভিড়ে এমন এক টুকরো সবুজ যেন হয়ে উঠেছে আশার প্রদীপ। রাজধানীর আগারগাঁওয়ের বৃক্ষমেলা যেন হয়ে উঠেছে গাছপ্রেমীদের মিলনমেলা। প্রতিদিন সকাল থেকেই ভিড় জমছে ফলজ, বনজ ও ঔষধি গাছের স্টলে। কেউ কাঁঠাল, আম বা জামরুলের চারা খুঁজছেন, আবার কেউ বিদেশি জাতের আঙ্গুর, ড্রাগন ফল বা মাল্টার দিকে আগ্রহী। তাদের কেউ নবীন কৃষিপ্রেমী, কেউ আবার পুরোনো অভিজ্ঞ মালি। সাধারণ মানুষের মধ্যে বাগান করার প্রবণতা বাড়ছে, বিশেষ করে ছাদবাগান বা বারান্দায়। ফলে এই মেলায় আগতদের ভিড় যেমন বেড়েছে, তেমনি চারার দাম ও মান নিয়েও চলছে প্রশ্ন-উত্তর।
“আগে শুধু জমিতে চাষ হতো, এখন ছাদ আর বারান্দাই হচ্ছে নতুন কৃষিক্ষেত্র” আব্দুল মতিন, নার্সারি মালিক।
স্টলে গিয়ে দেখা গেল, এক ব্যক্তি ড্রাগন ফলের চারা হাতে দাঁড়িয়ে দামাদামি করছেন। পাশেই এক তরুণী আমের বিদেশি জাত ‘আম্রপালি’র চারা নিয়ে বললেন, “আমি চাই ফল দিক কম সময়ে। তাই ভালো জাত খুঁজছি।” বিক্রেতারা জানান, বেশ কিছু উচ্চফলনশীল ও হাইব্রিড জাতের চারা এবার বেশি বিক্রি হচ্ছে। বৃক্ষপ্রেমীদের সঙ্গে কথা বলে জানা গেল, শুধু চারা কিনলেই হচ্ছে না তারা চাষের কৌশল, সার ব্যবস্থাপনা, পানি দেওয়ার নিয়ম পর্যন্ত জেনে নিচ্ছেন। নার্সারি ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, “এবার সচেতন ক্রেতার সংখ্যা অনেক বেড়েছে। যারা শুধু সৌন্দর্য নয়, ফলন নিয়েও ভাবছেন।” আন্তর্জাতিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান CIP এর তথ্য অনুযায়ী, শহুরে কৃষিচর্চা আগামী ১০ বছরে ৪০% পর্যন্ত বৃদ্ধি পাবে। বাংলাদেশের ক্ষেত্রেও এই ট্রেন্ড লক্ষণীয়। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশবান্ধব ভবিষ্যতের জন্য এই প্রবণতা উৎসাহব্যঞ্জক।
তবে মেলায় অনেকে চারার বেশি দাম নিয়েও প্রশ্ন তুলেছেন। একই চারা এক স্টলে ১৫০ টাকা, আরেক স্টলে ২৫০ টাকা! কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মরত এক কর্মকর্তা বলেন, “দাম নির্ভর করে জাত, চারার বয়স ও নার্সারির মানের ওপর। তবে ভোক্তাদের সচেতন হওয়াটা জরুরি।” মেলায় এ বছর বিলুপ্তপ্রায় গাছের চারা, যেমন বকুল, হিজল কিংবা কড়ই গাছের উপস্থিতিও উল্লেখযোগ্য। এ যেন শুধু বাগান নয়, প্রকৃতি ফিরে পাওয়ারও প্রয়াস।
সবুজের ভেতরে মানুষের যে টান, তা এই বৃক্ষমেলাতেই স্পষ্ট। কেউ ফল পেতে চান, কেউ শুধু সবুজ দেখতে। কিন্তু সবার চোখে একটাই ভাষা ‘গাছ মানেই ভালোবাসা।’
আপনার বারান্দা কি অপেক্ষা করছে একটি চারা গাছের জন্য?