মধ্যপ্রাচ্যজুড়ে একের পর এক অশান্তির পাঁয়তারা করছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ক্রমাগত হামলার পর চাইছে অঞ্চলটিকে ঘিরে আরও অস্থিতিশীলতা তৈরি করতে। এমন সতর্কবার্তাই দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি মন্ত্রী জানান, ইসরায়েলের এমন কর্মকাণ্ড নিতে তিনি সতর্কও করেছেন বেশ তীর্যকভাবে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইরানে হামলার সুযোগ খুঁজছে এমন লক্ষণ দেখা যাচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
শুক্রবার (২৩ জানুয়ারি) তুরস্কের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ফিদান জানান, তিনি আশা করেন ইসরায়েল ভিন্ন কোনো পথ খুঁজে পাবে, কিন্তু বাস্তবতা হলো, ইসরায়েল ইরানে আঘাত করার সুযোগ খুঁজছে। এই মূল্যায়ন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কি না, এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে ফিদান জানান, বিশেষ করে ইসরায়েলই এ ধরনের সুযোগের সন্ধানে রয়েছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সম্প্রতি ইরান সফরের সময় তিনি সেই দেশের কর্মকর্তাদের কাছে সরাসরি এই উদ্বেগের কথা জানিয়েছেন। কয়েকদিন আগে যখন তিনি তেহরানে গিয়েছিলেন, বন্ধু হিসেবে তিনি ইরানকে এই প্রক্রিয়া সম্পর্কে সবকিছু বলেছেন। এ সময় ফিদান জানান, বন্ধুরাই তিক্ত সত্য কথা বলে।
ফিদানের এই সতর্কতা এমন সময়ে এলো যখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে বলেন যে, তুরস্ক ইরানে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং তারা প্রতিবেশী দেশের শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়।
শুক্রবার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরান তার শত্রুদের যেকোনো আক্রমণকে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে।