আজও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র শীত ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কয়েক দিন ধরে তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানাম করছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। এর ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। এ নিয়ে টানা চার দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো।