একটি ছবি, হাজার গল্প: ক্যামেরার লেন্সে বদলে যাওয়া বাংলাদেশের মুখ
                        এই কথাটিই যেন প্রতিদিন প্রমাণ করে চলেছে ফটোগ্রাফির শক্তি। একটি নিঃশব্দ চিত্র  কখনও শিশুদের কান্না, কখনও কৃষকের হাসি, আবার কখনও প্রতিবাদী মুখ হয়ে ওঠে একটি জাতির অব্যক্ত চেতনাবোধের বাহক। বাংলাদেশের মতো আবেগপ্রবণ ও সংগ্রামী দেশে ছবির গুরুত্ব এক অন্য উচ্চতায় পৌঁছে গেছে।