মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ইউনূস, আলোচনায় প্রাধান্য পাবে শ্রমবাজার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন। তিনি ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বৈঠকের মূল ফোকাস হবে অভিবাসন ও শ্রমবাজার পুনরুদ্ধার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে মালয়েশিয়ার অনুমোদিত প্রায় আট হাজার কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের প্রস্তুতি নিচ্ছে। তবে শ্রমবাজারে সিন্ডিকেট ইস্যু নিয়ে শঙ্কা রয়েছে, যা শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছে।