বাংলাদেশে তুষারপাত কি সম্ভব
শীতের সকালে চারদিক যখন সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়ে, দূরের গাছপালা ঝাপসা হয়ে আসে, তখন অনেকের মনেই প্রশ্ন জাগে—এটা কি শুধুই কুয়াশা, নাকি তুষারপাত? পাশের দেশ ভারতের দার্জিলিংয়ে বরফ পড়লেও সমতল বাংলাদেশে কেন তার দেখা মেলে না, তা নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। এবারের শীতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঠান্ডা পড়েছে।