‘সন্তানের কাঁধ হয়ে উঠল অ্যাম্বুলেন্স’, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
                        ‘তিস্তার চরে অসুস্থ মাকে কাঁধে নিয়ে দৌড়াচ্ছে দুই ছেলে। প্রাণান্তর চেষ্টা তাদের—যত দ্রুত সম্ভব নিতে হবে হাসপাতালে।’ এমন একটি ছবি হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার নজর কেড়েছে। অনেকে বলছেন—দোরগোড়ায় চিকিৎসা ব্যবস্থা না থাকায় এই ভোগান্তি, কেউবা প্রশংসা করছেন দুই ছেলের, কারও কারও চোখে এসেছে পানি। তবে এ ঘটনা সম্পর্কে স্বাধীনভাবে তথ্য যাচাই করতে পারেনি নাগরিক প্রতিদিন।