এনবিআরে নজিরবিহীন অস্থিরতা: দুই সপ্তাহে বদলি ৪ শতাধিক কর্মকর্তা
                        দেশের সর্ববৃহৎ রাজস্ব সংগ্রাহক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলছে নজিরবিহীন অস্থিরতা। মাত্র দুই সপ্তাহের মধ্যে বদলি করা হয়েছে ৪ শতাধিক কর্মকর্তাকে। এর বাইরে বরখাস্ত হয়েছেন ৩০ জনের বেশি এবং পাঁচজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সম্প্রতি এনবিআর ভেঙে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের জেরেই এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।