গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি, এনসিপির পদযাত্রায় পুলিশের গাড়িতে আগুন!
গোপালগঞ্জে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, ঘটনাস্থলে ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়, তবে প্রশাসন এ নিয়ে তদন্ত শুরু করেছে। আগুন সন্ত্রাস না কি অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব তা ঘিরে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।