রাজউকের অনিরাপদ সার্ভার নিয়ে বাড়ছে উদ্বেগ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সার্ভার সিস্টেমের নিরাপত্তা ঘাটতি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, দুর্বল সাইবার নিরাপত্তা ব্যবস্থার কারণে নাগরিকদের ব্যক্তিগত তথ্যসহ গুরুত্বপূর্ণ জমি-সম্পত্তির নথি হ্যাক বা চুরি হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও সচেতন নাগরিক সমাজ।