নির্বাচনের প্রস্তুতি:খসড়া ভোটকেন্দ্র তালিকা জানালো ইসি
নির্বাচন কমিশন আসন্ন জাতীয় নির্বাচনের জন্য খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকায় কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮, যা দ্বাদশ নির্বাচনের চেয়ে বেশি। মোট ভোটার সংখ্যা এখন ১২ কোটি ৬১ লাখের বেশি। দাবি-আপত্তি নেয়া হবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত, আর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।