বিমানে যান্ত্রিক ত্রুটির হিড়িক, এক মাসে অন্তত ১৬ ফ্লাইট বিপর্যস্ত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে একের পর এক যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। গত এক মাসে আকাশে উড়ার পর অন্তত ১৬টি উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ে, যার বেশিরভাগই মাঝ আকাশ থেকে ফিরে এসেছে। এতে ফ্লাইট শিডিউল এলোমেলো হয়ে পড়েছে, ভোগান্তিতে পড়ছেন দেশি-বিদেশি যাত্রীরা এবং রাজস্ব হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটি।