বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু, পুলিশের ভূমিকায় ক্ষোভ
বিএনপি তাদের দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কার্যক্রমে গতি আনতে 'শুদ্ধি অভিযান' শুরু করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় নেতারা। দলীয় সূত্র জানায়, নীতিবহির্ভূত কর্মকাণ্ড, দায়িত্বে অবহেলা ও বিরূপ মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় কিছু নেতাকে শোকজ ও স্থগিত করা হয়েছে, আবার কারও বিরুদ্ধে চলছে তদন্ত।