সোমবার, ১১ আগস্ট ২০২৫
| ২৬ শ্রাবণ ১৪৩২
২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়েও ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১ লাখ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতির রেকর্ড। অর্থনীতিবিদদের মতে, এই ঘাটতি কাঠামোগত দুর্বলতা, কর ব্যবস্থাপনায় দুর্বলতা এবং অর্থনীতির স্থবিরতার ইঙ্গিত বহন করে। অর্থমন্ত্রণালয় এ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
পাবলিক ফাইন্যান্সে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সেমিনার। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অর্থনীতিবিদরা অংশ নেন। আলোচনায় উঠে আসে রাজস্ব প্রশাসন, বাজেট ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার।