চীনে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ৯ শীর্ষ জেনারেল
                        চীনের ইতিহাসের অন্যতম বড় সামরিক শুদ্ধি অভিযানে ৯ শীর্ষ জেনারেলকে বহিষ্কার করেছে দেশটির কমিউনিস্ট পার্টি (সিসিপি)। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, তাদের বিরুদ্ধে গুরুতর আর্থিক অপরাধের অভিযোগ আনা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।