২৪ ঘণ্টায় গাজায় মর্মান্তিক রক্তক্ষয়, নিহতের সংখ্যা বাড়ছে
গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের অব্যাহত বিমান ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২৫ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও বহু মানুষ। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৪০০। এই ঘটনায় গোটা ফিলিস্তিনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং মুসলিম বিশ্ব এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।