মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
| ২৯ পৌষ ১৪৩২
ফিলিস্তিনের গাজায় শীতকালীন ঝড় ও টানা বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকট আরও গভীর হচ্ছে। লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি চরম দুর্ভোগে পড়েছেন।
গাজায় যুদ্ধবিরতি ঘোষণা এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক মরদেহ। এরইমধ্যে অন্তত ৫৫টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান সহিংসতায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।