ইতিহাস গড়ে প্রথম নারী প্রধানমন্ত্রী পেল জাপান
ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেল জাপান। মঙ্গলবার (৭ অক্টোবর) দেশটির পার্লামেন্টে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ৬৪ বছর বয়সি সানায়ে তাকাইচি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বে থাকা তাকাইচি নিম্নকক্ষে ২৩৭ এবং উচ্চকক্ষে ১২৫ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।