নেপালে কারফিউ অমান্য! বিক্ষোভরত তরুণদের উপর গুলি ছোড়লো পুলিশ
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে। পুলিশের দমন-নীতি ও গুলিতে কমপক্ষে ১৯ জন নিহত এবং ৪০০+ আহত। কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে কঠোর কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীরা সরকারি দমননীতি ও সামাজিক ন্যায্যতার জন্য প্রতিবাদ চালাচ্ছেন।