শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ ১০ থেকে বাদ যুক্তরাষ্ট্র
বিশ্বজুড়ে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ বা ট্রাভেল ওপেননেস একটি দেশের পাসপোর্টের শক্তি নির্ধারণের অন্যতম মানদণ্ড। আর সেই মাপকাঠিতে তৈরি হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর সাম্প্রতিক তালিকায় ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পাসপোর্ট শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছে। এবারের তালিকার শীর্ষে রয়েছে তিনটি এশীয় দেশ—সিঙ্গাপুর (১৯৩টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার), দক্ষিণ কোরিয়া (১৯০টি গন্তব্যে) ও জাপান (১৮৯টি গন্তব্যে)।