নির্বাচন মাঠে শক্তিশালী নিরাপত্তা, ৮০ হাজার সেনাসদস্য মোতায়েন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দেশের নির্বাচন মাঠে মোট ৮০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে। তারা সুষ্ঠু ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী সহিংসতা রোধে বিশেষ ভূমিকা রাখবে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।