রাজধানীতে জলাবদ্ধতা: নাগরিক অসচেতনতার দুষ্টচক্রেই ফিরছে দুর্ভোগ
ঢাকা: রাজধানীতে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা যেন নিয়মে পরিণত হয়েছে। সিটি করপোরেশনের পরিছন্নতা কার্যক্রম চলমান থাকলেও ড্রেনে পড়ে থাকা পলিথিন, প্লাস্টিক ও গৃহস্থালী বর্জ্যের কারণে পানির স্বাভাবিক নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে মিরপুর, ধানমন্ডি, মহাখালী, পুরান ঢাকা, যাত্রাবাড়ী, সূত্রাপুরসহ বিভিন্ন এলাকা।