যন্ত্রণায় ছটফট দগ্ধরা,বার্ন ইউনিটে হৃদয়বিদারক দৃশ্য
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানে প্রাণ হারিয়েছেন ৩২ জন শিশু। দগ্ধ অবস্থায় দেড় শতাধিক মানুষ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের বেশিরভাগই শিশু। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪৩ জন শিশুর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। স্বজনদের আর্তনাদ, অশ্রু, এবং ক্ষোভে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।