তৈরি পোশাক খাতে খেলাপি ঋণ দ্বিগুণ, অর্থনীতিতে অশনি সংকেত
বাংলাদেশের তৈরি পোশাক খাতে খেলাপি ঋণ উদ্বেগজনক হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের ‘আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন ২০২৪’ অনুযায়ী, এ খাতে খেলাপি ঋণ এক বছরে দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে প্রায় ৪৯ হাজার কোটি টাকায়। অর্থনীতিবিদদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে ব্যাংক খাতের পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও কর্মসংস্থান বড় ধরনের ঝুঁকিতে পড়বে।