বরগুনায় ডেঙ্গু আক্রান্তের ঢল, হাসপাতালগুলোয় জায়গার সংকট
বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগী রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। গত এক সপ্তাহেই জেলায় আক্রান্ত হয়েছেন প্রায় ২৮০ জন। জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিছানা সংকট, রক্ত পরীক্ষার উপকরণ ঘাটতি ও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে। জেলা স্বাস্থ্য বিভাগ দ্রুত কেন্দ্রীয় সহায়তা চেয়েছে।