শিক্ষকদের চাপ দিয়ে পদত্যাগ: শৃঙ্খলা ফিরে পাচ্ছে না অনেক শিক্ষা প্রতিষ্ঠান
২০২৪ সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের জোর করে পদত্যাগে বাধ্য করার ঘটনা আতঙ্কজনক মাত্রায় পৌঁছায়। সবচেয়ে আলোচিত ঘটনা রাজধানীর নামকরা প্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজে, যেখানে ৭ আগস্ট ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক কাজী নিয়ামুল হক জোর করে অধ্যক্ষ বেদার উদ্দিনকে পদত্যাগে বাধ্য করে চেয়ারে বসেন। এরপর থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন বেদখল ও বিশৃঙ্খলা স্থায়ী রূপ নিতে শুরু করে।