শীতে কতদিন পর পর গোসল করা উচিত?
কুয়াশা ভেজা চাদরে দেশে নামতে শুরু করেছে হাড় কাঁপানো শীত। দিনের বেলাতেও গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সঙ্গে কনকনে বাতাসও কাবু করছে। শীতের এমন পরিস্থিতিতে অনেকেই নিয়মিত গোসল না করে বিরতি দিয়ে গোসল করেন। কিন্তু বিরতির পর কখন গোসল করবেন কিংবা শীতে নিয়মিত গোসলের আদর্শ সময় কখন, তা কি জানা আছে আপনার?