সময় যেন থেমেছিল: ৩৬ দিনের জুলাই
২০২৪ সালের জুলাই মাসটি ছিল বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী সময়কাল। মাত্র ৩১ দিনের মাসটি যেন সময়ের স্রোতে আটকে গিয়েছিল বর্ণনা করা যায় ‘৩৬ দিনের জুলাই’ হিসেবে। দেশের রাজনীতিতে এমন উত্তেজনা, গণআন্দোলন এবং রাজনৈতিক হুড়োহুড়ির এক যুগান্তকারী অধ্যায় এই মাসেই ফুটে ওঠে।