স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাসায় ফিরেছেন। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে হাসপাতালে নেওয়া হয় এবং রাত ২টা ২৬ মিনিটে হাসপাতাল ত্যাগ করে তিনি ২টা ৫২ মিনিটে গুলশানের ফিরোজা বাসায় ফেরেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছিল।