সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে কড়াকড়ি
স্বাস্থ্য অধিদপ্তর সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ সীমিত করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, তারা শুধু সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন। নির্ধারিত সময় ছাড়া হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।