সপ্তাহে মাত্র দুই দিন, নির্দিষ্ট পাঁচ ঘণ্টায় চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন প্রতিনিধিরা
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৪:২১:৫৮
সরকারি হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ কে এম ফজলুল হক খান স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয় এবং দেশের সব সরকারি হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো হয়।
পরিপত্রে মোট আটটি নির্দেশনা দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো ওষুধ কোম্পানির প্রতিনিধিরা এখন থেকে সপ্তাহে শুধু দুই দিন চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন। সময় নির্ধারণ করা হয়েছে সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত। এ সময়ের বাইরে কোনো প্রতিনিধি হাসপাতালের ভেতরে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।
এছাড়া প্রতিনিধিদের অবশ্যই কোম্পানির দেওয়া পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। সাক্ষাতের সময় তারা রোগীর তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না।
দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, সরকারি হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ে রোগীরা ভোগান্তিতে পড়েন এবং চিকিৎসকদের কর্মপরিবেশও ব্যাহত হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখতে চিকিৎসকদের প্রভাবিত করার অভিযোগও রয়েছে।
পরিপত্রে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন
স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এসব নিয়ম মানলে সরকারি হাসপাতালের সেবা আরও স্বচ্ছ হবে এবং রোগীরা উপকৃত হবেন।