স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধিতে নবীজির পরামর্শ
রুকাইয়া (রা.) ছিলেন নবীজি (স.)-এর মেয়ে। তার জন্ম হয় নবীজির বয়স যখন ৩৩ বছর। উজ্জ্বল সৌন্দর্যের অধিকারী ছিলেন তিনি। প্রথম বিয়ে হয় আবু লাহাবের ছেলে উতবা ইবনে আবু লাহাবের সঙ্গে। বিয়ের পর ঘর-সংসার হওয়ার আগেই পবিত্র কোরআনের সুরা লাহাব নাজিল হয়। আবু লাহাব ছিল আল্লাহর নবীর ঘোর শত্রু। সুরা লাহাবে আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিলের মারাত্মক সমালোচনা করা হয়। এ প্রেক্ষাপটে আবু লাহাব ছেলেকে নির্দেশ দেয় তালাক দিতে। পিতার নির্দেশ অনুযায়ী তালাক দিয়ে দেয়।