জানাজা নামাজে অংশগ্রহণ সম্পর্কে যা বলেছেন বিশ্বনবী
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এক মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি অধিকার রয়েছে- ১. সাক্ষাতে সালাম দেওয়া, ২. দাওয়াতে সাড়া দেওয়া, ৩. পরামর্শ চাইলে সত্য পরামর্শ দেওয়া, ৪. হাঁচি দিলে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা, ৫️. অসুস্থ হলে দেখতে যাওয়া, ৬️. মৃত্যুবরণ করলে জানাজায় অংশ নেওয়া।’ (সহিহ মুসলিম: ৫৪৬৬)