মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
| ২৯ পৌষ ১৪৩২
রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাড়িতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের উত্থান নিয়ে নোয়াখালীর সেনবাগে চলছে তুমুল আলোচনা। একসময় দরিদ্র রিকশাচালকের ছেলে রিয়াদ ছিলেন স্থানীয় স্কুলের সাধারণ ছাত্র। ছাত্রলীগে যোগদানের পর হঠাৎ জীবন বদলে যায়। বিলাসবহুল জীবনযাপন, পাকা বাড়ি ও গাড়ির মালিক হওয়ায় গ্রামবাসী বিস্মিত। স্থানীয়রা বলছেন, ‘রাজনৈতিক ছত্রছায়া’ আর ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি করে সম্পদের মালিক বনে যাওয়া রিয়াদের মতো আরও কেউ লুকিয়ে আছে কি না, তা খুঁজে বের করার দাবি জানাচ্ছেন তারা।