নিহত কমান্ডার ও বিজ্ঞানীদের কফিন প্রকাশ্যে আনলো ইরান
ইরান-ইসরায়েল বিতর্কিত ১২ দিনের সংঘর্ষের পর ২৮ জুন তেহরানের প্রধান স্কয়ারে অন্তত ৬০ জন অধিকাংশ পারমাণবিক কমান্ডার, বিজ্ঞানী ও নির্বৈধ ব্যক্তিদের কফিনের সঙ্গে রাষ্ট্রীয় Funeral procession অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রের শক্তি প্রদর্শন এবং বিদেশি শক্তিগুলোর দিকে হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে ।