২৬ বিষয়ে সিদ্ধান্ত নিতে লাগবে অর্থ বিভাগের অনুমোদন
মালয়েশিয়ায় বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া ও ইউএনএইচসিআর কার্ডকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে অবৈধভাবে যানবাহন চালানোর অভিযোগে ১০ বাংলাদেশিসহ মোট ৫৮ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ (জেপিজে)। মঙ্গলবার (২০ জানুয়ারি) কুয়ালালামপুরের সেতিয়াওয়াংসা, ওয়াংসা মাজু, সেতাপাক ও গোম্বাক এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।